ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ-লাকুটিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ সড়ক সংস্কারের দাবিতে চাঁদপাশা ইউনিয়নবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চাঁদপাশা ইউনিয়নের বটতলা এলাকায় মানববন্ধন কর্মসূচি  অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
বাবুগঞ্জ-লাকুটিয়া সড়কের প্রায় ৬ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরে চলছে চরম অবহেলা ও সংস্কারের অভাব। খানাখন্দে ভরা এই রাস্তাটি এখন যান চলাচলের এক ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বেহাল রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি বিকল হওয়া, দুর্ঘটনা এবং সময় অপচয় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ দুর্ভোগ থেকে মুক্তি পেতে মানববন্ধনের আয়োজন করেছে এলাকাবাসী।
বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মুহাম্মদ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ অহিদুল ইসলাম প্রিন্স। তিনি বলেন,“এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে জনদুর্ভোগে পরিণত হয়েছে। জনগণের অধিকার আদায়ে আমরা একসাথে থাকবো।”
এছাড়াও মানববন্ধনে চাঁদপাশা বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি মোঃ জামাল হোসেন, বিএনপি নেতা ইউসুফ হোসেন মাস্টার,  সদস্য মোঃ জাকির হোসেন, আব্দুল হালিম আব্দুল হালিম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আকন,বিএনপি নেতা হুমায়ুন কবি, মাসুম রেজা রুবেলসহ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঘোষণা দেন—অতি দ্রুত এই রাস্তাটি সংস্কারের কার্যক্রম শুরু না হলে, বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।