ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সরকারী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩১, ২০২৫ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: সরকারী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে মানববন্ধন হয়েছে বরিশালে।

শনিবার সকালে নগরীর টাউনহলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ৩৩০ টি সরকারি কলেজে ৩১ থেকে ৩৫ বছর যাবৎ ৩য় ও ৪র্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে চাকরি করে আসছি। কিন্তু আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছেনা। অনেকের বয়স ৩০ বছরের অধিক হয়ে গেছে। সামান্য মজুরীতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। সরকারি কলেজের সফলেই যে দপ্তরে চাকরি করছি সেখানে আমরা সরকারি দায়িত্ব পালন করছি। বিভিন্ন কলেজ সরকারিকরণ করা হলেও আমাদের বিষয়টি মানবিক বিবেচনায় আনা হচ্ছেনা। কিন্তু এখন পর্যন্ত আমাদের বিষয়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করায় আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাবো।