ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ৩০, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের ভোলায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগের এক নেতাকে। নিহতের নাম মো. সাইফুল্লাহ আরিফ (৩০)। তিনি ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও শহরের কালিবাড়ী রোড নবী মসজিদ এলাকার বাসিন্দা, বশির আহমেদ মাস্টারের ছেলে। শুক্রবার রাতে এ হত্যাকাণ্ড ঘটে৷ নিহতের তথ্য নিশ্চিত করছেন ভোলা সদর থানার পুলিশ।

পিতা বশির আহমেদ মাস্টার জানান, রাতে একসাথে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। ভোরে ফজরের নামাজ পড়তে বের হয়ে তিনি গেইটের সামনে ছেলের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে খবর দেওয়া হয় থানায়।

খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আরিফের মাথার সামনে ও পিছনে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের ক্ষত দেখা গেছে। এছাড়াও ডান হাতের কবজির রক কাটার চিহ্ন দেখা দেখে। একমাত্র ছেলের হত্যার বিচার চেয়ে শোকে সেন্স হারিয়ে ফেলেন সাইফুল্লাহ আরিফের বাবা ও মা।

নিহতের প্রতিবেশী জিহাদ হোসেন বলেন, আরিফ খুব ভদ্র এবং নম্র স্বভাবের ছেলে ছিল। রাজনীতি করলেও কখনো কাউকে কষ্ট দিতে দেখিনি। তাকে এভাবে হত্যা করা আমরা মেনে নিতে পারছি না। এই হত্যাকাণ্ডে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। প্রশাসনের কাছে আমাদের দাবি—দ্রুত তদন্ত করে খুনিদের গ্রেপ্তার করা হোক।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, পুলিশ খবর পেয়ে ঞটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে ৷ হত্যাকাণ্ডের মূল রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে ৷