ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘ক্যামেরা নামাও, এটা খেলার মাঠ নয়, এটা আদালত’

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ‘ক্যামেরা নামাও, এটা খেলার মাঠ নয়, এটা আদালত’।

‘ক্যামেরা নামাও, এটা খেলার মাঠ নয়, এটা আদালত। কেউ ছবি তুলবে না, যারা সাংবাদিকের নামে এখানে ছবি তুলবেন না, আদালতের নির্দেশ, ছবি তুলবেন না। আমাদের আইনজীবীদের আপনারা প্রতিপক্ষ করবেন না।’

আদালতের এজলাসের বাইরে এভাবে চিৎকার করে সাংবাদিকদের ছবি তুলতে বারণ ও ক্যামেরা ভাঙচুরের চেষ্টা করেন কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের আইনজীবী ফখরুল ইসলাম।

গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের করা সাংবাদিক নির্যাতন মামলায় জামিন নামঞ্জুর করে সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে জেলহাজতে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে কুড়িগ্রামের সকল সাংবাদিকদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সময় টিভির ক্যামেরা পারসন জামিল মিয়া বলেন, ‘তথ্য ও ভিডিও চিএ সংগ্রহ করা আমাদের কাজ। সাংবাদিকদের আর্দশিক কাজে বারবার বাঁধা প্রদান করেন সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের আইনজীবী ফখরুল ইসলাম। একপর্যায়ে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ভাঙচুরের জন্য নিজে আক্রমণ চালান।’

কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মাহাফুজার রহমান বলেন, ‘তিনি একজন আসামিপক্ষের আইনজীবী হিসেবে এজলাসের ভেতরে ভূমিকা পালন করতে পারেন। কিন্তু এজলাসের বাইরে তিনি আইন লংঘন করে সাংবাদিকের পেশাগত দায়িত্বে পালনে বাঁধা প্রদান করেছেন। আমরা কুড়িগ্রামের সাংবাদিকর এ রকম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

 

এ বিষয়ে সিনিয়র আইনজীবী ফখরুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আপনাদের তো শতশত ক্যামেরা। ফুটেজ দেখেন কে ক্যামেরা ভাঙচুর করতে গিয়েছিল। আপনারা তো ছবি নিয়ে ফেসবুকে দিয়েছেন। ক্যামেরা ভাঙচুরের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। আমরা ভেসে আসিনি, আমরা এই দিকে কাজ করি, আপনারা ওই দিকে কাজ করেন। এছাড়া কেন আপনি ফোন দিয়েছেন? কোন আইনে আপনি আমাকে ফোন দিয়েছেন? আপনারা সাংবাদিকরা কী দেশটা কিনি নিয়েছেন? না, গোটা দেশটা ডমিনেট করতে চান? না আমরা আপনার রাজ্যে প্রজা।’