ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে যানজট নিরসনে কাজ করছে, নিরাপদ সড়ক চাই

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৬, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সড়কে শৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করছে নিসচার সদস্যরা।

এরই ধারাবাহিকতায় আজ ৫ অক্টোবর সন্ধা-৬ থেকে নগরীর আমতলা মোড় এলাকায় ট্রাফিক বিভাগের সাথে কাজ করেন নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রাফিক সার্জন্ট মো: রাজীব আল-হাসান, টি.এস.আই মো: আমির হোসেন, ট্রাফিক পুলিশ সদস্য মো: ইব্রাহীম,মো: আশিকুর রহমানসহ অন্যান্যরা।

এ বিষয় নিসচার সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন বলেন, চলতি মাসের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনসহ কেন্দ্রীয় নির্দেশে আমরা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন, সড়ক মেরামত, যানজট নিরসন, ফ্রী হেলমেট বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করবো।

তিনি আরও বলেন, এছাড়াও প্রতি বছর আমরা সড়কে শৃঙ্খলা রক্ষায় যারা সহায়তা করেন তাদের মধ্যে থেকে “সেরা সড়ক যোদ্ধা” নির্বাচন করি এবং সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করি। সেই ধারাবাহিকতায় বজায় রেখে এ বছরও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।