ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীর চাঁদমারিতে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ১৬, ২০২৫ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আদালতে দায়েরকৃত মামলার তদন্ত প্রতিবেদন আসার আগেই প্রতিপক্ষ তার লোকজন নিয়ে বসতঘর ভেঙে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক জমি দখল করার অভিযোগ এনে একই আদালতে পুনরায় মামলা দায়ের হয়েছে। চলতি বছরের ৯ অক্টোবর এবং ১৪ অক্টোবর বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা দুইটি দায়ের করেন নগরীর ১১ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দার বাসিন্দা মো. রশিদ খান (৫৫)। আদালতের বিচারক দায়েরকৃত পৃথক মামলার ঘটনা তদন্ত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ঘটনা তদন্ত করে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন।

এমন পরিস্থিতির মধ্যে প্রথম মামলার বিবাদী মো. শাহাদাৎ হোসেন ও তার ম্যানেজার মো. দুলাল সহ অজ্ঞাত ৮-১০ জন মিলে বাদি ও সাক্ষীদের জমির উপরে থাকা বসতঘর, পানি ও বৈদ্যুতিক লাইন সহ বাথরুম ভেঙে ফেলে দখলে নিয়ে দেয়াল নির্মাণ কার্যক্রম শুরু করে। যা এখনও চলমান রয়েছে বলে জানান বাদি। থানা পুলিশ কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দিলেও ঘটনাস্থল পুলিশ ত্যাগ করার পর বিবাদীরা পুনরায় তাদের কার্যক্রম শুরু করে। উপায়ান্তর না পেয়ে রশিদ খান একই আদালতে আবারও মামলা দায়ের করলে বিচারক সরেজমিনে তদন্ত করে ওই ওসিকে তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। অভিযুক্ত শাহাদাৎ হোসেন হলেন- নগরীর ১১ নং ওয়ার্ড চাঁদমারি মাদ্রাসা সড়ক এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ অক্টোবর বাদির জমিতে বিবাদীরা মাটি কাটতে শুরু করে। বাদি ও সাক্ষীরা মিলে বাধা দিলে বিবাদীরা ধারালো অস্ত্র নিয়ে হুমকি দেয়। উপায় না পেয়ে বাদি মামলা দায়ের করে। এতে আরো বিবাদীরা ক্ষিপ্ত হয়ে বাদি ও সাক্ষীদের বসতঘর সহ পানি ও বৈদ্যুতিক লাইন ও বাথরুম ভেঙে ফেলে। বাদি আবারও একই আদালতে মামলা দায়ের করে। দায়েরকৃত মামলার সাক্ষী হলেন- নগরীর ১১ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা (মেডিকেল কলেজ লেন) এলাকার বাসিন্দা হেলাল উদ্দিন মোল্লা ও নগরীর ১৪ নং ওয়ার্ড দক্ষিণ আলেকান্দা এলাকার বাসিন্দা লতিফ খান।

বাদী রশিদ খান বলেন, বিবাদী মো. শাহাদাৎ হোসেন জামায়াতের নাম ভাঙ্গিয়ে এ সব অপকর্ম করে যাচ্ছে। তার জামায়াত দলে কোন পদ নেই। আমার মত অনেকের জমি জোর পূর্বক নিয়েছে।