ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে এএসআই শহিদুলের দুরদর্শী তদন্তে কোতয়ালী থানা পুলিশের সাফল্য, হারানো আইফোন ফিরে পেল মাহিয়া মাহি

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে এএসআই শহিদুলের দুরদর্শী তদন্তে কোতয়ালী থানা পুলিশের সাফল্য, হারানো আইফোন ফিরে পেল মাহিয়া মাহি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার দ্রুত পদক্ষেপ ও দুরদর্শী তৎপরতায় হারিয়ে যাওয়া একটি দামি আইফোন ফিরে পেয়েছেন মাহিয়া মাহি।

থানার সূত্রে জানা যায়,  মাহির আইফোন হারানোর অভিযোগে কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি  নং–১৪৯, তারিখ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ট্র্যাকিং নং–R43MJQ)** দায়ের করেন।

। হারানো ফোনটির বিবরণে জানা যায়, এটি একটি iPhone 14 Pro মডেলের স্মার্টফোন, অপারেটিং সিস্টেম iOS, এবং এর IMEI নম্বর 353664379238415।

জিডি করার পরই ঘটনাটির তদন্তের দায়িত্ব পান থানার এএসআই মো. সাইদুল ইসলাম। তিনি নিরলস প্রচেষ্টা ও দক্ষ তদন্তের মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধারে সফল হন। অবশেষে গতকাল (২৫ অক্টোবর) রাত ৮:৩০ মিনিটের দিকে উদ্ধারকৃত আইফোনটি মালিক মাহিয়া মাহির হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

হারানো ফোন ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মাহি বলেন, “খুব অল্প সময়ের মধ্যেই আমার মূল্যবান ফোনটি উদ্ধার করে দিয়েছেন কোতয়ালী থানার পুলিশ সদস্যরা। আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

পুলিশের এ দ্রুত পদক্ষেপ ও নাগরিক সেবায় নিবেদিত মনোভাব স্থানীয়দের কাছ থেকেও প্রশংসা কুড়িয়েছে।