ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৬, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরী আটক।

নগরীর ৫নং ওয়ার্ডের পলাশপুর এলাকা থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতের নাম সুখি আক্তার (১৯)। সে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার বাসিন্দা মো. এনামুল হকের মেয়ে। এ সময় তার বড় বোন সামী আক্তার (২৫) পালিয়ে যায়।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই হরষিৎ মণ্ডলের নেতৃত্বে এএসআই মো. শরিফ হোসেন, কনস্টেবল তামান্না আক্তার, তরিকুল ইসলাম ও মো. আলমগীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানতে পারে, পলাশপুর হাজী বাড়ির হাজী মো. সাইদুর রহমানের ভাড়াটিয়া সীমা আক্তারের বাসার সামনের কক্ষে দুই নারী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সীমা আক্তার পালিয়ে যায়, তবে সুখি আক্তারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২১ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

এসআই হরষিৎ মণ্ডল জানান, “আটককৃত সুখি আক্তারকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও তার বোন সীমা আক্তার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কাউনিয়া এলাকায় বিক্রি করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে,” বলেন এসআই হরষিৎ মণ্ডল।

তিনি আরও বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং পলাতক আসামি সীমা আক্তারকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”