
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগের বানারীপাড়ায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ও মারাত্মক ক্ষতিকর নিষিদ্ধ ২৩ বস্তা অবৈধ সাদা পলিথিন জব্দ করা হয়েছে। বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে বানারীপাড়া উপজেলা সরকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে বিশেষ অভিযানে ৫৮৮ কেজি এ অবৈধ পলিথিন জব্দ করা হয়। শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় বানারীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের খালপাড়ে রহিম মাস্টারের ছোট ভাই আবু বক্কর বেপারীর ভবনের ভিতরে একটি গুদামে অবৈধ পলিথিন রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বানারীপাড়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীব এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালিত হয়। এ সময় ওই ভবনের ভিতর থেকে ২৩ বস্তা নিষিদ্ধ ঘোষিত অবৈধ সাদা পলিথিন জব্দ করা হয়। যার ওজন ৫৮৮ কেজি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে এসময় অবৈধভাবে পলিথিন উৎপাদনকারী কারখানার মালিক আওয়ামী লীগ নেতা জিয়া ও শুভ এবং অবৈধ পলিথিন কারখানার দেখবালের দায়িত্বে থাকা জসিম আকনের সহযোগীতায় অবৈধ পলিথিন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএম এ মুনীব বলেন,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা অবৈধভাবে পলিথিন উৎপাদন বা মজুদ করছে তারা যতবড় প্রভাবশালী হোকনা কেন কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বার্থে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান। জব্দকৃত অবৈধ পলিথিনের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে বানারীপাড়া পৌর শহরের ৪ নং ওয়ার্ডের খালপাড় চেয়ারম্যান গলিতে পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জসিম আকনের বাড়ির সামনেই তার নেতৃত্বে একটি অবৈধ পলিথিন কারখানা পরিচালিত হয়ে আসছে। যেখানে অবৈধ পলিথিনে তৈরি ও মজুদ করা হচ্ছে। যা গোপনে প্রতিদিন রাত ১২ টার পর চালু হয়ে ভোররাতে শেষ হয়।


