
নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে যৌতুকের অভিযোগ, স্ত্রীকে মারধরের পর আনিস মোল্লার অষ্টম বিয়ের চেষ্টা
বরিশালের উজিরপুর উপজেলার মুগাকাঠী ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আনিস মোল্লার বিরুদ্ধে যৌতুকের দাবিতে তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, আনিস অষ্টম বিয়ে করতে গেলে তার সপ্তম স্ত্রীকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেছেন।
স্থানীয়রা জানান, আনিসের বর্তমান স্ত্রী রোজিনা বেগম। তারা আড়াই বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একটি এক বছরের কন্যা সন্তান রয়েছে। তবে আনিস পূর্ববর্তী এক স্ত্রীকে পুনরায় ঘরে তোলার জন্য রোজিনা বেগমকে মারধর করে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা চালিয়েছেন।
এ পর্যন্ত আনিস সাতবার বিয়ে করেছেন। তার পূর্ববর্তী সংসার থেকে তিন মেয়ে ও একটি ছেলে রয়েছে। স্থানীয়রা জানান, নতুন বউ আনার আগে আনিস প্রায়ই তার বর্তমান স্ত্রীর ওপর সহিংসতা চালান।
আনিস বলেন, আগামী বৃহস্পতিবার স্থানীয়দের উপস্থিতিতে সালিশ মীমাংসা বসবে। তিনি গ্রামের মৃত কুদ্দুস মৌলবির পাঁচ নম্বর পুত্র।


