ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শহিদুল্লাহ সভাপতি-সম্পাদক কামাল

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৮, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গোপন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে ১১টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটি যাচাই-বাছাই করে সর্বসম্মতিক্রমে ১১ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে এম শহিদুল্লাহ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শেখ মো. কামাল হোসেন।
সভাপতি কে এম শহিদুল্লাহ নির্বাচনে বিজয় লাভের পর বলেন, “শ্রমিকদের স্বার্থরক্ষায় সচেষ্ট থাকব, তাদের অধিকার ও কল্যাণে কাজ করব।”
অন্যান্য নির্বাচিতরা হলেন : সিনিয়র সহ-সভাপতি মাসুম খন্দকার, সহ-সভাপতি আমিনুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মিন্টু খান,সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল,দপ্তর সম্পাদক শেখ মো: মানিক,অর্থ সম্পাদক মাসুদ রানা সরদার, প্রচার সম্পাদক ফয়সাল হাওলাদার, লাইন সম্পাদক নাঈম সরদার।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হাওলাদার, যুগ্ম নির্বাচন কমিশনার এ্যাডভোকেট গোলাম ফারুক এবং সহকারী নির্বাচন কমিশনার সুলতান বাবর।
“দুনিয়ার শ্রমিক এক হও, বাংলার শ্রমিক এক হও” এই স্লোগানকে সামনে রেখে বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতারা শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।