
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক, ১।
ঝালকাঠির নলছিটিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গাঁজাসহ মো. খলিলুর রহমান (২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের বেল্লাল হোসেনের মাছের ঘেরের সামনে ইটের সোলিং রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. খলিলুর রহমান ওই এলাকার ফারুক খানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে অভিযান চালিয়ে খলিলকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে খলিলের হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত খলিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নলছিটি থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি গোয়েন্দা শাখার ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে খলিলকে আটক করে আদালতে প্রেরন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


