
নিউজ ডেস্ক :: নৌকা প্রতীকে ভোট করবে ১৪ দলীয় জোট: ইনু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট করবে ১৪ দলীয় জোটের প্রার্থীরা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এ তথ্য জানিয়েছেন।
এর আগে নির্বাচনে আসনবণ্টন নিয়ে ১৪ দল শরিকরে সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ। রোববার রাতে সংসদ ভবনের ‘এ’ ব্লকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।রাত ৯টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে ইনু জানান, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে।
১৪ দলের এই বৈঠকে আসন বণ্টন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আসন ভাগাভাগি নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত আসবে বলে জানান ইনু।