ঢাকাবুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইলিয়াস কাঞ্চন’র জন্য দোয়া-মোনাজাত নিসচার

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৪, ২০২৫ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আজ ২৪শে ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর ৬৯ তম জন্মদিন পালন করেছে বরিশাল জেলা কমিটির সদস্যরা।

প্রতি বছর জমকালো আয়োজনে পালন করা হলেও এ বছর ভিন্নভাবে পালিত হচ্ছে ৩২ বছর নিরাপদ সড়কের জন্য আন্দোলন সংগ্রাম করা সড়কযোদ্ধা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দিনটি উদযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় বরিশালেও দোয়া মোনাজাত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে নিসচা বরিশাল জেলা কমিটি।

সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আজ ২৪ ডিসেম্বর (বাদ মাগরীব) সন্ধা ৬ টায় নগরীর রুপাতলী হাউজিং এলাকার ১৬ নং রোডে নিসচার অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন।

খাবার বিতরণ ও দোয়া মোনাজাত শেষে বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন বলেন,নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর ৬৯ তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এ বছর কেক না কেটে দোয়া-মোনাজাত ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।