ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে দেশের পথে তারেক রহমান।

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৫, ২০২৫ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ১৭ বছর পর অবশেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ও কন্যাসহ সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে ফ্লাইটে উঠেছেন তিনি। ইতোমধ্যে তাকে বহনকারী বিমানটি উড্ডয়ন করেছে।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি লন্ডনের বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও বেশ কয়েকজন ঘনিষ্ঠ সফরসঙ্গী তার সাথে দেশে ফিরছেন।