ঢাকাবুধবার , ২৫ অক্টোবর ২০২৩

বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশের অভিযান, গ্রেপ্তার আতঙ্কে বিএনপি

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ২৫, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  খুলনার কয়রায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এক নেতাকে আটক করা হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির নেতাদের।

 

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ সফল না হয় এজন্য এমন অভিযান বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির দাবি, কয়রা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের আহবায়ক মো. শরীফুল আলমকে আটক করা হয়েছে। আটক ও গ্রেপ্তার এড়াতে বিএনপির অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। ঢাকায় মহাসমাবেশের আগে পুলিশের ধরপাকড় ও বাধা দেওয়ার আশঙ্কায় অনেক নেতাকর্মী আগেই ঢাকায় পৌঁছে গেছেন।

কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল বলেন, মহাসমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে মঙ্গলবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপি নেতা শরিফুল আলমকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালায়।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কয়রা উপজেলা বিএনপি, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. নুরুল আমিন বাবুল।

বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বেল্টু বলেন, পুলিশ রাতভর নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে। নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে নেতাকর্মীরা যে কোনো মূল্যে ঢাকার সমাবেশে অংশ নেবেন। সেই লক্ষ্যে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বিএনপি নেতা শরিফুল আলমকে আটক নয়, পাইকগাছা থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ রুটিন ওয়ার্ক অনুযায়ী কাজ করছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না।