ঢাকামঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

ক্রাইম টাইমস রিপোর্ট
ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

বিভিন্ন কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ায় ভোট গ্রহণের ১১ দিন আগেও আদালতে চলছে প্রার্থিতা ফিরে পাওয়ার যুদ্ধ। আজও চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জন।তবে শেষ মুহূর্তে প্রার্থিতা সংক্রান্ত নতুন রিট আবেদন বিষয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা। হাইকোর্ট আশ্বাস দিয়েছে বিষয়টি বিবেচনা করবেন।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জনের।

তারা হলেন– ময়মনসিংহ-১০ এর কায়সার আহম্মদ, সিরাজগঞ্জ ৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া-৭ এর মোহাম্মদ আমজাদ হোসেন ও নড়াইল-২ এর মো মো নুরুল ইসলাম।

এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার।

এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন।

নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান এ বিষয়ে বলেন, এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।

এছাড়া চেম্বার আদালতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে করা ইসির আবেদনের শুনানি হয়, এ বিষয়ে আদেশ বুধবার।