কে এম সফিকুল আলম জুয়েল , বিশেষ প্রতিনিধি।
বানারীপাড়া উপজেলার প্রিয় বিদ্যাপীঠ বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলটের ১৩৫ তম বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাদেম আলী খান, প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান হাওলাদার, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক হরেকৃষ্ণ বিশ্বাস, সিনিয়র শিক্ষক অপূর্ব লাল কর্মকার, নিয়াজউদ্দিন পলাশ, গাভা মাধ্যমিক বিদ্যালয় ক্রীড়া শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল, ক্রীড়া শিক্ষক মোঃ খায়রুল ইসলাম সহ বিদ্যালয় শিক্ষক মন্ডলী।