রাজিব তাজ :: জমকালো আয়োজন ও নদী ভ্রমণের মধ্যে দিয়ে মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭:৩০ মিনিটে লঞ্চ ভ্রমণ শুরু করে বরিশাল প্লানেট পার্ক (শিশু পার্ক) এ মধ্যাহ্নভোজন ও পুনরায় লঞ্চ ভ্রমণ শেষ করার মধ্যে দিয়ে মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষা সফর শেষ হয়েছে।
শিক্ষা সফর পরিচালনা কমিটি সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে পারিজাত লঞ্চে লাল মিয়ার হাট ঘাট থেকে ছেড়ে যায় বরিশাল প্লানেট পার্ক (শিশু পার্ক) ‘র উদ্দ্যেশ্যে, বেলা সাড়ে এগারোটার দিকে ঘাটে নেমে বারোটার দিকে প্লানেট পার্কে প্রবেশ করেন। এবং উন্মুক্ত পরিবেশে সকল ছাত্রীদের পদচারণ ছিলো বেশ সরব।
শিক্ষা সফর পরিচালনা কমিটির আহবায়ক ও পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক মারুফ-উল-করিম চৌধুরী বলেন, শিক্ষা সফর শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দেয়, অনেক কিছু শেখার থাকে, জানার থাকে, প্রকৃতি পরিবেশ সম্পর্কে জ্ঞান আহরণ করা যায় এবং শেখার এক ভিন্ন রকম প্রবণতা সৃষ্টি হয়।
শিক্ষা সফরের অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাছুম বিল্লাহ বলেন, এ বছর শিক্ষা সফরে ৩৭২ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে, এবং খুব সুন্দর ও শিক্ষামূলক একটি শিক্ষা সফর পালন করা হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা এই শিক্ষা সফর থেকে কিছু শিখতে পারে।