ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন, এসএম জাকির হোসেন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন, এসএম জাকির হোসেন।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এসএম জাকির হোসেন বলেছেন, ‘বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক সুশিক্ষায় শিক্ষিত জাতি গড়তে শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সুশিক্ষার বিকল্প নেই।’ শুক্রবার বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদারহাট স্কুল এন্ড কলেজ চাদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৫৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান করেন বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এসময় এসএম জাকির হোসেন আরও বলেন,‘খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে, তাই পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।’ অনুষ্ঠানে এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালুকদার হাট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলম জাহাঙ্গীর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন। সভাপতিত্ব করেন তালুকদার হাট স্কুল এন্ড কলেজের সভাপতি ও চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা মাহাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মীর বাহাদুর হোসেন কালাম। এ সময় স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে মুগ্ধ হন সকলে। পরে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।