ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দেশ দেউলিয়া হয়নি সঙ্কট কাটিয়ে উন্নয়নের ধারায় : অর্থমন্ত্রী

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: দেশ দেউলিয়া হয়নি সঙ্কট কাটিয়ে উন্নয়নের ধারায় : অর্থমন্ত্রী

বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই। অর্থনীতিতে কিছু সঙ্কট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে দেশ— এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাস। পরে এ মন্তব্য করেছেন তিনি।

সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তার কথা জানান ফ্রেন্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত আরন্ড হ্যামিলাস। আরও জানিয়েছেন, গত ৪৫ বছরে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ৩৭টি প্রকল্পে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এতে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। এখন বাংলাদেশের ৭ প্রকল্পে ২ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান রয়েছে।

পরে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। এ সময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় দেশটি।

ইওয়ামা কিমিনরি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।