নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নানা আয়োজনে বসন্ত উৎসব পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নগরীর সরকারি মহিলা কলেজ চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে শুরু হয় বসন্ত উৎসব। বাসন্তি রঙের শাড়ি পড়ে ফুলে ফুলে সেজেছিল শিক্ষার্থীরা। নাচ, গান ও কবিতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব।
এ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে প্রথম বারের মতো আয়োজন করা হয় পিঠা উৎসবের। বসন্ত উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুজ্জামান বলেন, বিদ্যা অর্জন করতে হবে ভালোবাসার জন্য। আজকের দিনের শিক্ষা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে প্রতি বছরের মতো বিকেলে নগরীর কালিবাড়ি রোডের সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে ৩৯ তম বসন্ত উৎসবের আয়োজন করেছে উদীচী এবং বরিশাল নাটক নামে দুটি সংগঠন।