ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে শিকদার বাসীর’র এক ডজন সংগীত’

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে শিকদার বাসীর’র এক ডজন সংগীত’।

গীতিকার, সুরকার ও ছড়াকার শিকদার বাসীর এর কথা এবং সুরে খুব শীঘ্রই অবমুক্ত হতে যাচ্ছে এক ডজন ইসলামী সংগীত। সংগীতগুলোর বিষয়বস্তু হলো: মরমী, হামদ, নাত ইত্যাদি।
সবগুলো সংগীতের কথা লিখেছেন শিকদার বাসীর নিজেই। পাশাপাশি সংগীতগুলোর সুরও তিনিই করেছেন (এরমধ্যে ৩টি সংগীতের সুর করেছেন ইশরাক ইব্রাহীম)

এ প্রসঙ্গে শিকদার বাসীর বলেন, ‘আমার নতুন লেখা সংগীতগুলোর মাঝে অর্ধসংখ্যক সংগীতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিশুশিল্পী আব্দুল্লাহ সাইফ এবং বাকি সংগীতগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কিছু মেধাবী তরুণ ও শিশুশিল্পী। আমরা সর্বসময়-ই দর্শকশ্রোতাদের ভালোকিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করে থাকি। এবারও তার ব্যতিক্রম নয়। তাই
আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা সংগীতগুলোর ভিডিওর কাজ দেশের চমৎকার কিছু মনোরম দর্শনীয় স্থানে সম্পূর্ণ করেছি। চলতি মাস হতেই সংগীতগুলো একএক করে জনপ্রিয় কিছু ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে ইনশাঅাল্লাহ।’

তন্মধ্যে উল্লেখযোগ্য কিছু চ্যানেলের নাম হলো: স্টুডিও ভোকাল, আরাফাহ্ রেকর্ডস, ইসলামিক শক্তি টিভি,মুত্তাকি রেকর্ড’স-সহ অন্যান্য চ্যানেল এবং শিল্পীদের ব্যক্তিগত চ্যানেলগুলোতে সংগীতগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। ইনশা’আল্লাহ… জাযাকামুল্লাহ খাইর