ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মংলা উপজেলা মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান হতে চান সুমা মন্ডল

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

মেহেদী হাসান :: মংলা উপজেলা মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান হতে চান সুমা মন্ডল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে। আসন্ন পবিত্র রমজানের পরপরই প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে নির্বাচন কমিশনারের। সেই সুবাদে বাগেরহাট জেলার মংলা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মাঠে নেমে পড়েছেন অনেকেই। সম্প্রতি সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ার কথা বলেছেন নারী জাগরণের অগ্রদূত নারী উদ্যোক্তা সুমা মন্ডল
এলাকাবাসীর অনুপ্রেরণায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন। এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন। সুমা মন্ডল এর বাবা মনোরঞ্জন মন্ডল
সমাজ সেবক । তিনি মালগাজীর ১নং চাঁদপাই ইউনিয়ন মংলা উপজেলা বাগেরহাট জেলার একজন স্থায়ী বাসিন্দা।
তৃণমূল নারী সমাজ থেকে থেকে জনতার মাঝে উঠে আসা সুমা মন্ডল ইতিমধ্যে জয়িতা খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ান হয়ে মংলা উপজেলা সহ বাগেরহাট জেলার মুখ উজ্জ্বল করেছেন, মংলা উপকূলীয় অঞ্চলে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দিরে অনুদান এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে চলেছেন।
এছাড়াও চিকিৎসার অভাবে যারা চিকিৎসা করতে পারে না তাদের চিকিৎসা খরচ সহ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তিনি করোনা কালীন সময় বহু অসহায় দুঃস্থ মানুষকে তিনি সহযোগিতা করেছেন।
তার সংগঠন বাংলাদেশ নারী উদ্যোক্তা সোসাইটির পক্ষে সারা বাংলাদেশে বন্যা ও করনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করে আসছেন।

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে সুমা মন্ডল এই প্রতিবেদককে জানান, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চাই। আমাদের সকলের স্বপ্নের মংলা বাসী সকল শ্রেণী পেশার মানুষের সুচিন্তিত মতামতের ভিত্তিতে একটি সমৃদ্ধশালী উপজেলায় রুপান্তরিত করতে চাই। আমি ছাত্র সমাজের সকল যৌক্তিক আন্দোলনে সম্পৃক্ত হয়ে কাজ করেছি। স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে স্বাধীনতার স্বপক্ষের সকল শক্তিকে একত্রিত করে গন মানুষের সাথে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব।

তিনি আরো বলেন, এলাকার মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে দল মতের ঊর্ধ্বে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে ও বাবার আদর্শ নিয়ে উপজেলাবাসীর পরিকল্পিত উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানিয়েছেন তিনি। তাই তিনি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।