ঢাকাশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪

মাদার্শী গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::  মাদার্শী গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের শুভ উদ্বোধন।

বরিশাল জেলার উজিরপুর উপজেলার মাদার্শী গ্ৰামের মাদার্শী বায়তুল মামুর জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জেলাল হক রাড়ীর সভাপতিত্বে পবিত্র জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলিউল ইসলাম মল্লিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বাদল, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম শিপন মোল্লা, হুমায়ূন খান, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের উজিরপুর উপজেলার সভাপতি ও ইউপি সদস্য মোঃ আশ্রাব আলী রাড়ী, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ রাড়ী, মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হাওলাদার, মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হাওলাদার, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, ইউপি সদস্য দুলাল হাওলাদার, উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, আরো উপস্থিত ছিলেন অত্র মসজিদ কমিটির সদস্য মোঃ বাবুল হোসেন খান, মোঃ ইউসুফ আলী রাড়ী, মোঃ মকবুল হোসেন খান, মোঃ সাহেব আলী রাড়ী, মোঃ আতিক মীর, মোঃ বাবু শরীফ, মোঃ সিরাজুল হক রাড়ী, মোঃ আজিজুল হক সুমন হাওলাদার সহ বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসাল্লিরা উপস্থিত ছিলেন।