ঢাকারবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপি শাসনামলে রেল লাইনও বিক্রি করে দিয়েছিল

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বিএনপি শাসনামলে রেল লাইনও বিক্রি করে দিয়েছিল

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, বিএনপি তাদের শাসনামলে রেলের দক্ষ জনবলকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করেছে। শুধু তাই নয়, অনেক জায়গায় নতুন করে যেসব রেল লাইন আমরা স্থাপন করেছিলাম সেসব লাইন তুলেও তারা বিক্রি করেছে। যেখানে আমাদের ২৮০০ জনবল দরকার সেখানে ৮০০ লোক দিয়ে কাজ চালাতে হচ্ছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৈয়দপুর রেল কারখানা পরিদর্শন শেষে ঢাকা ফেরার পথে রাত ৯টায় নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলস্টেশনে এক সংক্ষিপ্ত সমাবেশ তিনি এসব কথা বলেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নাটোরে এটি কোনও পূর্ণ মন্ত্রীর প্রথম সফর।
রেলমন্ত্রী বলেন, রেলের অনেক যন্ত্রপাতি সৈয়দপুর কারখানায় পড়ে আছে। অথচ আমরা সেগুলো ব্যবহার করতে পারছি না। রেলের বগি মেরামতে এ কারখানার যে সামর্থ্য তা আমরা ব্যবহার করতে পারছি না।অথচ বগি আমাদের আমদানি করতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন রেলপথ তৈরি ও সম্প্রসারণে কাজ করছেন। অল্প খরচে রেলসেবা মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে রেল সেবাকে সুলভ ও মানসম্মত করে তুলব।এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, এমপি পুত্র প্রকৌশলী সাফিনুর রহমান পল্লবসহ উপজেলা আওয়ামী লীগের অনান্য নেতৃবৃন্দ।