ঢাকামঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আমি ‍নির্ব‍াচিত হলে বরিশাল সদর উপজেলা হবে উন্নয়নের অনন্য উদাহরণ : খান মামুন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আমি ‍নির্ব‍াচিত হলে বরিশাল সদর উপজেলা হবে উন্নয়নের অনন্য উদাহরণ : খান মামুন

 

বরিশাল সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নের কাগাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।বিদ্যালয় ম্যানেজিং বোর্ডের সভাপতি এৃ শহীদুল ইসলাম সাইফুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও চরবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃশহিদুল ইসলাম ( ইতালি শহিদ) ।
প্রধান অতিথির বক্তব্যে খান মামুন বলেন, জয়-পরাজয় নয়, সুস্থ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণই বড় কথা। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখে এবং মন প্রফুল্ল করার মাধ্যমে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে।আমি ‍নির্ব‍াচিত হলে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে ‍এগিয়ে নিতে বরিশাল সদর উপজেলা হবে উন্নয়নের অনন্য উদাহরণ। ‍আমি ‍আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হোসেন অরুণ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজ, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু, ১.২.৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পারুল বেগমসহ চরবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় একক এবং দলগত অংশগ্রহণ ছাড়াও ছাত্র-ছাত্রীদের নজরকাড়া ডিসপ্লে প্রদর্শনী সবাইকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।