বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসার পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাত বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী জামে মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসার পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সুত্রে জানা যায়- ২৪ ফেব্রুয়ারি সাড়ে ১২ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী জামে মসজিদ সংলগ্ন এবতেদায়ী মাদ্রাসার পরিত্যক্ত টিনের ঘরের ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধ পুরুষ (৭৫) এর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। এরপর উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ ও এসআই রাকিবুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এছাড়া স্থানীয়দের নিকট জিজ্ঞাসাবাদে তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাকে দাফনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।