ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪

ভান্ডারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভান্ডারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পিরোজপুরের ভান্ডারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী সবুজ মিরাকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে মহিলা মেম্বার ও তার পরিবারের সহযোগীদের বিরুদ্ধে।
গত সোমবার রাত এগারোটার দিকে উপজেলার সাত নং গৌরীপুর ইউনিয়নের পৈকখালি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহত সবুজকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। সেখানে সবুজের অবস্থার অবনতি হলে মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল মেডিকেলে রেফার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
আহত সবুজ জানান, দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে সবুজ ও তার পরিবারদের সাথে চার পাঁচ ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার মুন্নি ইসলাম ও তার পরিবারদের সাথে বিরোধ চলে আসছে।
মুন্নি- মেম্বার হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে সবুজদের জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টা চালায়।
বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
জমি দখল করতে প্রায় সময় মেম্বার মুন্নী ও তার স্বামী আব্বাস মীর ও তার ভাই সোহেল হাওলাদার সহ সহযোগী সন্ত্রাসীরা সবুজ ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে। এমনকি প্রতিবাদ করতে গিয়ে কয়েক দফায় হামলা মামলার শিকার হতে হয়েছে।
ঘটনার দিন বিরোধপূর্ণ জমি নিয়ে স্থানীয় শালিসদাররা জমি মাপ দেয়।
জমি মাপা নিয়ে সবুজকে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় আব্বাস।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্যদের জানালে রাত ১১ টার দিকে পরিকল্পিতভাবে সবুজকে হত্যার চেষ্টায় আব্বাস ও তার স্ত্রী মেম্বার মুন্নি ও তার ভাই সোহেল সহ অজ্ঞাত নামা কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে সবুজকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনদের সূত্রে জানা যায়।