ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪

এসএস মডেল একাডেমির বার্ষিক ক্রিড়া অনুষ্ঠান সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

কে এম সফিকুল আলম জুয়েল, বিশেষ প্রতিনিধি ::
বানারী পাড়ার ঐতিহ্যবাহী এস এস মডেল একাডেমীর বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় এস এস মডেল একাডেমির সবুজ চত্বরে অনুষ্ঠিত ক্রিড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ অন্তর হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ও বিদ্যালয়ের অভিভাবক মোঃ মাইনুল ইসলাম। এস এস মডেল একাডেমির প্রতিষ্ঠাতা জনাব আশিকুল ইসলাম আজাদ ( সি আই পি) সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক বানারীপাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল মামুন , ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয়ের ছাত্র অভিভাবক এ কে এম জাহিদ হোসেন সরদার , সাবেক কাউন্সিলর জনাব মাসুম বিল্লাহ মনু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন , ইলিয়াস শেখ ও এস এস মডেল একাডেমির অধ্যক্ষ আমিনা সুলতানা বিথি। ক্রিড়া অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা ও ব্যাজপরিধান করানো হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করাহয়। এর পর কোমলমতি শিক্ষার্থীরা জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন ও অভিভাদন মঞ্চ অতিক্রম করে। কোমলমতি শিক্ষার্থীরা শারীরিক কসরত ও উদ্বোধনী নৃত্য পরিবেশন করার পরে প্রতিযোগিতামূলক ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। আকর্ষণীয় প্রতিযোগীতা যেমন খুশি তেমন সাজোতে ৭৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রিড়া অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম সফিকুল আলম জুয়েল।