ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪

পিরোজপুরে মা ও মেয়েকে কুপিয়ে জখম

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে মা ও মেয়েকে কুপিয়ে জখম

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে মা ও মেয়েকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার সকাল ১০ টার দিকে গুলিষাখালি ইউনিয়নের টিয়াখালী গ্রামে ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী তাজেনুর বেগম ও তাজেনুরের মেয়ে তহুরা আক্তার।
বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের মেয়ে হামিদা জানান, দীর্ঘদিন ধরে আমাদের পরিবারদের সাথে রফিকুল ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে।
ঘটনার দিন তুচ্ছ বিষয় নিয়ে মা তাজিনুর বেগমের সাথে রফিকুলদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে, একপর্যায়ে ঘটনার দিন সকাল দশটায় রফিকুল ও তাদের সহযোগী সুজন, ইউনুস ফকির, নুরুল হক, রিনা সহ অজ্ঞতা নামক কয়েকজন তাজেনুর বেগমের উপর হামলা চালায়। এ সময় তার মেয়ে তহুরা আসলে তাদের উপরও পিটিয়ে রক্তাক্ত করেন
রফিকুল সহ অন্যান্য সহযোগীরা।
আহতর মেয়ে আরো জানান, আমাদের ওপরে নির্যাতন করার পর হামলাকারীরা আমাদের চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটায়। এমনকি আমাদেরকে খুন জখমেরও হুমকি দেয়।
থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।