ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪

ঝালকাঠিতে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ঝালকাঠির নলছিটিতে ৫ কেজি গাঁজাসহ মো: ফারুক খান (৬০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে ডিবি পুলিশের এসআই মো: মজিবুর রহমানের নেতৃত্বে একদল চৌকস ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার থেকে ৫কেজি গাঁজাসহ ফারুককে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় পুলিশ বাদী হয়ে মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ফারুক উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের গোরান্দা গ্রামের মৃত হাসেমের ছেলে।

ঝালকাঠি জেলা ডিবি পুলিশের ওসি মো: মনিরুজ্জামান জানান, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নলছিটির সুবিদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ ফারুক খানকে আটক করা হয়েছে। ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”