ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪

উজিরপুরে ৫ কেজি গাজাসহ  আটক, ২

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ২, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদীতে টোল প্লাজায় একটি বাসে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল অভিযান চালিয়ে ৫ কেজি ২৫০ গ্রাম গাজা সহ আন্তঃজেলা ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে।

র‍্যাব গোয়েন্দা বিভাগের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় আলিফ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস মাদকদ্রব্য বহন করে ঢাকা থেকে বরিশালের দিকে আসছে। এপ্রেক্ষিতে, আভিযানিক দলটি ইচলাদী টোল প্লাজার উত্তর পাশে বাসটিকে তল্লাশীর জন্য থামালে র‌্যাবের উপস্থিথব টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের ঘেরাও করে আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ রিপন পদ/ পেদা ও মোঃ মিলন (৩৫)।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত দুইজন স্বীকার করে যে, তারা গাঁজা ক্রয়—বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে গাঁজা রক্ষিত আছে। উপস্থিত জনগণের সামনে আসামীরা তথ্য অনুযায়ী বাসের স্টেয়ারিং বক্স হতে ৬০ গ্রাম এবং মালামাল রাখার বক্স হতে ০৫ কেজি ১৯০ গ্রাম মোট ০৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহণে ব্যবহৃত আলিফ পরিবহণ নামে একটি বাস, যার রেজি নং— ঢাকা মেট্রোঃ ব—১৫—৫১—৫৮, ইঞ্জিন নং – ১০৮৬৩৭ এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়েছে।