ঢাকারবিবার , ৩ মার্চ ২০২৪

বরিশালে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়লো ট্রাক : চালক ও হেলপার আহত

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-ভোলা সড়কের টুঙ্গিবাড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে রড তৈরির কাঁচামাল বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শনিবার (২ মার্চ) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন।

পুলিশ জানায়, সদর উপজেলার বরিশাল-ভোলা সড়কের টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মেমানিয়া খালের ওপর বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে। তাই যানবাহন চলাচলের জন্য পাশেই একটি বেইলি ব্রিজ স্থাপন করে সড়ক বিভাগ। রাতে বেনাপোল থেকে ভোলাগামী একটি ট্রাক ওই এলাকা অতিক্রমকালে বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। এসময় ট্রাকটিও খালে পড়ে যায়।

পুলিশ আরও জানায়, ব্রিজটি ভেঙে পড়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক বিভাগের কর্মকতারা।ব্রিজটি মেরামতের পাশাপাশি বিকল্প পথে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তারা।