ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪

১১ লাখ টাকার গাঁজাসহ আটক, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গায় প্রায় ১১ লাখ টাকার গাঁজাসহ মো. রেজাউল মাতুব্বর (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেপ্তার হওয়া রেজাউল মাতুব্বর ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকার মো. তোতা মাতুব্বরের ছেলে। মঙ্গলবার ০৫ মার্চ) দুপুরে ফরিদপুর র‌্যাব-১০ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

এর আগে সোমবার দিবাগত রাত ৯ টার দিকে ভাঙ্গার নাছিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, মাটির নিচে বিশেষ কৌশলে লুকায়িত প্রায় ১১ লক্ষ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ রেজাউল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, রেজাউল একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে সে মাটির নিচে মাদক রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো।