ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪

ভোলায় গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ভোলায় গোসলে নেমে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম তানহা ইসলাম (৮) ও রাফিয়া আক্তার (৩)।

এর মধ্যে তানহা ইসলাম ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙ্গাসিয়া গ্রামের মো. মহিউদ্দিনের মেয়ে ও রাফিয়া একই উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের মো. আকবর হোসেনের মেয়ে।

জানা গেছে, তানহা ইসলাম তার মায়ের সঙ্গে ভোলা সদরের নানা বাড়িতে বেড়াতে যায়। দুপুরের পরে সে খালাতো বোনদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অপরদিকে ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্দ্র প্রসাদ গ্রামের রাফিয়া আক্তার খেলার সময় বসতঘর থেকে বের হয়ে তার পরিবারের অজান্তে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়। দুটি ঘটনাই পানিতে ডুবে এবং কারো কোনো অভিযোগ নেই।