ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪

বরগুনায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৬, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

আমতলী উপজেলার ঘটখালী চাওড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নীচ থেকে মতলেব সিকদার (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ মরদেহ উদ্ধার করা। মৃত মতলেব সিকদারের বাড়ী পার্শ্ববর্তী হলদিয়া ইউনিয়নের দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের আজেফ উদ্দিনের ছেলে মতলেব সিকদার মানষিক ভারসাম্য হারিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে পায়নি। মঙ্গলবার দুপুরে ঘটখালী চাওড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নীচে তাকে মৃত্যু অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই স্থান থেকেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, মতলেব মানষিক ভারসাম্যহীন অবস্থায় পরিষদ ভবনের নীচে বসবাস করতো। ওই স্থানেই তার মৃত্যু হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ভারসাম্যহীন মতলেব সিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।