ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০২৪

বরিশালে ২০ পিচ ইয়াবাসহ আটক, ১

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৮, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ২শ’ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটনের উত্তর রহমতপুরের মন্টু মিয়ার হোটেল সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তর রহমতপুরের মন্টু মিয়ার হোটেল সংলগ্ন মহাসড়কে অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবা সহ মো. সালাম মাঝি (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ। আটক সালাম মাঝি জেলার মুলাদী পৌরসভার তেরোচর এলাকার আলাল মাঝির ছেলে। এ ঘটনায় রাতেই বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।