ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৯, ২০২৪ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সুজন নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুজন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন, সদর দক্ষিণের নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

নিজের ভোটাধিকার প্রয়োগের পর ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি হয়েছে। তার এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

নির্বাচনকে ঘিরে কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে পুলিশ, এপিবিএন ও আনসারের ২৭টি ছাড়াও ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুটি রিজার্ভ টিম দায়িত্ব পালন করছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে র‍্যাবের ২৭টি টিম ও ১২ প্লাটুন বিজিবি।