ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ৯, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ শেষে বাসায় ফেরার সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন।

লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বাসায় ফেরার পথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের কাছে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে একটি মোটরসাইকেলে করে তাকে সদর থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারই অংশ হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’