নিজস্ব প্রতিবেদক :: উজিরপুরে ইয়াবা সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ গ্রেপ্তার
বরিশালের উজিরপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী সবুজ শেখ (৩০) ইয়াবা সহ আবারো উজিরপুর মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার । ২৮ অক্টোবর শনিবার গোপন সংবাদের ভিক্তিতে সকাল পৌনে ১০ টায় উজিরপুর টেম্পুস্টান্ড মিথিলা ফাস্টফুট দোকান থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন উজিরপুর মডেল থানার পুলিশ। এস আই আবু ইউসুফ এর নেতৃত্বে গ্রেফতার করা হয়। সবুজ শেখ পৌরসভার ৫নং ওয়াডের ইলেক্ট্রিক কামাল শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবত টেম্পুস্টান্ডসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে গাজা এবং ইয়াবা পাইকারী ও খুচরা বিক্রি করে আসছেন। ইতিপূর্বে ইয়াবা ও গাজাসহ ডিবি ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর হাতে গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মডেল থানার ওসি জাফর আহম্মেদ জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে ।