নিজস্ব প্রতিবেদক :: নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল।
রোববার (১০ মার্চ) ভোরে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে জাল জব্দ ও জেলেদের আটক করা হয়।
হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার ভোরে থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিকেলে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন মাসমিম রহমান অনিদ্র। এ সময় হিজলা থানার এসআই মাহমুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।