ঢাকাবুধবার , ১৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে তিন অবৈধ ইটভাটা বন্ধ, দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৩, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে তিন অবৈধ ইটভাটা বন্ধ, দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায়।

 বরিশাল বিভাগের  ঝালকাঠির সদর উপজেলায় তিন অবৈধ ইটভাটা বন্ধ করে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে এক যোগে জেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় বলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জানান। তিনি বলেন, লাইসেন্স না থাকায় উপজেলার আব্দুল করিম ব্রিকস, এ আর এস ইটভাটা ও এম এন বি ব্রিকস বন্ধ করে দেওয়া হয়।

“এর পাশাপাশি আব্দুল করিম ব্রিকসকে এক লাখ টাকা, এ আর এস ইটভাটাকে ৫০ হাজার টাকা ও এম এন বি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।” হাইকোর্টের নির্দেশ রয়েছে সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার। তারই আলোকে অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে বলে জানান তিনি।