নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ছয় দোকানির ২৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) নগরীর চৌমাথা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা না থাকা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ছয় প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ও ফাহিজা বিসরাত উপস্থিত ছিলেন।