নিউজ ডেস্ক :: পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রিন্টিং প্রেসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে ৯টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদরদফতরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৯টার দিকে পুরান ঢাকার পাটুয়াটুলি ঘি পট্টিতে একটি প্রেসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি