ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০২৩

বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩০, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

বরিশাল বিভাগে ভোলার তজুমদ্দিনে মো. মামুন নামে এক ইউপি সদস্য ও তার সহযোগী মো. রাকিবকে ১০২ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে উপজেলার শম্ভুপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো. মামুন ও মো. রাকিব নামে দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে। আটককৃতদের মধ্যে মামুন পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং রাকিব চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের বাসিন্দা।

ওসি আরো জানান, আটক ইউপি সদস্য মামুন একজন পেশাদার মাদক বিক্রেতা। তার এ কাজে সহযোগিতা করতো রাকিব। ইউপি সদস্য মামুনের বিরুদ্ধে আগেও দুইটি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে। রোববার রাতে ১০২ ইয়াবাসহ আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আটক ইউপি সদস্য ও তার সহযোগীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।