ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৩০ নেতাকর্মী আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
অক্টোবর ৩১, ২০২৩ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক  ::
রাজধানীর ডেমরা এলাকার তামিরুল মিল্লাত মাদরাসা ও মিন্টু চত্বর থেকে বিএনপির প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস।

 

তিনি বলেন, সকালে হঠাৎ করেই বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশ তাদের প্রতিহত করে। এ সময় প্রায় ৩০ নেতাকর্মীকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির আজ প্রথম দিন। এরই মধ্যে বিভিন্ন জায়গায় মিছিল করেছে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তবে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।