নিজস্ব প্রতিবেদক :: বরিশালে খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের
ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের ঘাটলায় খেলতে গিয়ে একসঙ্গে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজানপুর এলাকার মাতবার বাড়িতে এ ঘটনা ঘটে
নিহত ওই দুই শিশু হলো- মো. আরাফাত এবং মো. জুনায়েদ। এদের মধ্যে আরাফাত একই এলাকার বাসিন্দা হারুন মাতবারের ছেলে এবং মো. জুনায়েদ ঢাকার বিক্রমপুরের বাসিন্দা মো. স্বপনের ছেলে। সম্পর্কে তারা দুইজন খালাতো ভাই।শিশুদের স্বজনরা জানান, বুধবার দুপুরে দুই খালাতো ভাই একসঙ্গে নানা বাড়ির বসতঘর সংলগ্ন পুকুরের ঘাটলায় খেলতে যায়। এ সময় খেলার ছলে পুকুরে নেমে পড়ে তারা। তবে সাঁতার না জানায় দুইজনই পানিতে ডুবে যায়। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরে ওই দুই শিশুকে ভাসতে দেখেন স্বজনরা। পরে সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে খবর দেওয়া হয়। ওই পল্লী চিকিৎসক এসে শিশু আরাফাত এবং মো. জুনায়েদকে মৃত বলে ঘোষণা করেন।চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই হৃদয় বিদারক। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই দুই শিশুর লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।