ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গরমে ফ্যানের দাম বেশি নেয়ায় ৩ ব্যবসায়িকে জরিমানা

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২২, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: গরমে ফ্যানের দাম বেশি নেয়ায় ৩ ব্যবসায়িকে জরিমানা

চলমান তীব্র গরমের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত দামে ফ্যানসহ ইলেকট্রনিকস পণ্য বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে সুনামগঞ্জ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ফ্যান অতিরিক্ত দামে বিক্রি করায় শহরের ৩ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) সকালে সুনামগঞ্জ পৌরশহরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্যানের মূল্যে অনিয়ম থাকায় রায় ট্রেডার্সকে সাড়ে ৩ হাজার, মোজাম্মেল ট্রেডার্সকে ২ হাজার ও রহমান ইলেকট্রনিক্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সুনামগঞ্জ সদর থানা পুলিশ সহযোগিতা করে।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন বলেন, সারাদেশে যে তীব্র গরম অনুভব হচ্ছে, তার সুযোগ নিয়েছে কিছু অসাধু ব্যবসায়ী। অতিরিক্ত মূল্য নিচ্ছিলেন তারা। এমন অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অভিযান চালায়। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান আল আমিন।