ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪

বাউফলে জমি নিয়ে সংঘর্ষ আহত, ৪

ক্রাইম টাইমস রিপোর্ট
এপ্রিল ২৩, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাউফলে জমি নিয়ে সংঘর্ষ আহত, ৪

পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের চারজনকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত ২২ এপ্রিল সোমবার রাত সাতটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
আহতরা হলো, ওই এলাকার মৃত শাজাহান খানের স্ত্রী হাফেজা বেগম এবং হাফেজার ছেলে সোহেল খান, মেয়ে বিলকিস ও পাপিয়া।
এদের মধ্যে গুরুতর সোহেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
আহতদের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘ এক যুগ পূর্বে হাফেজা বেগমের পরিবার তার আপন দেবর শরিফ আলী খানের কাছ থেকে ১১ শতাংশ জমি ক্রয় করেন।
সম্প্রতি ওই জমি বিক্রেতা শরিফ আলি খান ও তার পরিবার জবর দখলের চেষ্টা চালায়।
বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ঘটনার দিন সোমবার সন্ধ্যায় হাফেজা বেগম ও তার পরিবারদের সাথে শরিফ আলি খান ও তার পরিবারদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে, ঘটনার দিন সোমবার সন্ধ্যায় শরিফ আলী খান ও তার ছেলে কবির, সোহাগ, সবুজ ও শরিফ আলীর স্ত্রী রানী বেগম, পুত্রবধূ ফেরদৌস সহ ৫/ ৬ জন ভাড়াটিয়া সন্ত্রাসী পরিকল্পিতভাবে হাফেজা বেগমের ছেলে সোহেল খানের উপর হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় সোহেলের মা হাফেজা বেগম, বোন বিলকিস ও পাপিয়া বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটেয়ে রক্তাক্ত জখম করেন শরীফ আলী সহ অন্যান্য সহযোগীরা।
আহত সোহেলের স্ত্রী রাজিয়া বেগম জানান, আমাদের উপর হামলার পর বাউফল হাসপাতালে গিয়েও আমাদেরকে হামলার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে নাটকীয় কায়দায় শরিফের ছেলে কবির হাসপাতালে ভর্তি হয়।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ সমীর কুমার দাস জানান, জমি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে, পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি তবে মামলা প্রক্রিয়াধীন।